ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

‘ডিসেম্বরেই নির্বাচনের লক্ষ্য, তফসিল যৌক্তিক সময়ে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসেই সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নির্বাচনের তফসিল যৌক্তিক সময়ে ঘোষণা করা হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে, তফসিল ঘোষণা করার সময় কমিশন কারো সুবিধার ওপর নির্ভর করবে না।

এছাড়া চাপের বিষয়ে তিনি বলেন, কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই এবং নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।