২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। আর এজন্য এই দিবসটির স্মরণে সরকার ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।
শিগগির ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিবসটি পালনের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, এই দিনটি থেকে সরকারিভাবে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হবে। তবে, দিবসটি উপলক্ষে কোন সরকারি ছুটি ঘোষণা করা হবে না। এর প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।
আপনার মতামত লিখুন :