ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

পদোন্নতি পাচ্ছেন ৯ সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:১৫ পিএম
প্রতীকি ছবি

৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ সচিব এ কথা জানান।

সিনিয়র সচিব বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হচ্ছে। আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। কত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে?

তিনি বলেন, যারা সচিব হচ্ছেন, তাদের অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না। সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’

বর্তমানে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ সচিবহীন, যেগুলো হলো সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ, পরিকল্পনা কমিশন, জাতীয় সংসদ সচিবালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বাস্তবায়ন প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।