কমপ্লায়েন্ট ট্যাক্স প্লেয়াররা যাতে হয়রানির শিকার না হন সে দিকে দৃষ্টি রাখতে হবে। অনলাইনে রিটার্ন দিতে সমস্যা হচ্ছে কিনা আমরা দুই-সপ্তাহের মধ্যে ব্যবসায়ীদের কাছ থেকে তা জানতে চাইব। আমরা এনবিআরকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান খান।
তিনি বলেন, আগামী জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার কথা জানিয়ে তিনি বলেন, ‘যারা ট্যাক্স কমপ্লায়েন্স তাদের আগামী বাজেটে কিছু সুবিধা থাকছে। আইন-কানুন নিয়ে আগামী বাজেটে সহজীকরণ নিয়ে আমরা কিছু ম্যাসেজ দেব।’
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের মিলনায়তনে আমদানি-রপ্তানি হাব ও শুল্কের আধুনিকায়নে কৌশলগত পরিকল্পনার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের কাছ থেকে যাতে সহজে কর আদায় করা যায় এ জন্য আইন-কানুনে সব ধরনের প্রশ্নের উত্তর থাকতে হবে। আমরা চেষ্টা করবো, পুরোটা উঠাতে।’
তিনি বলেন, ‘অনলাইন রিটার্ন সাবমিশনে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা শোনার জন্য একদিন সেমিনার করবো। সমস্যাগুলো শুনবো, সেগুলো অ্যাড্রেস করবো। যাতে আগামী বছরের পহেলা জুলাই থেকে অনলাইন রিটার্নকে পুরোপুরি বাধ্যতামূলক করতে পারি। একইভাবে কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও অল্টারনেট করার কাজ শুরু করেছি’,যোগ করেন তিনি।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। গত ৬ মাসে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে ৭ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে। সামনে এগিয়ে যেতে নেতিবাচক বিষয় সরিয়ে ফেলতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, এনবিআর সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতার, এনবিআর সদস্য মেহবাহ উদ্দিন, বার্জার পেইন্টসের চেয়ারম্যান রূপালী হক, এনবিআর সদস্য মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :