ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

‘পরিস্থিতি উন্নত হলে পদত্যাগের প্রয়োজন হবে না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:১৭ এএম
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজধানীসহ সারা দেশে চুরি, ডাকাতি ও ছিনতাই নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি তুলেছে ক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে, এসব দাবিকে নাকচ করেছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন, তারা যে কারণে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন, যদি পরিস্থিতির উন্নতি করা যায়, তবে পদত্যাগের প্রশ্নই আসবে না।

রোববার গভীর রাতে বারিধারা ডিওএইচএসের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক। আমি সেই লক্ষ্যেই যা যা প্রয়োজন তা করব। তাহলে পদত্যাগের কোনো প্রশ্ন উঠবে না। আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সব ব্যবস্থা নিচ্ছি। আগের চেয়ে এখন পরিস্থিতি ভালো, সামনে আরও উন্নতি হবে।’

তিনি আরও জানান, সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা টহল কার্যক্রম বাড়াবে। আগামীকাল থেকে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কাজ করবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আর অবনতি হবে না। যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে।তবে যারা এসব করছে তাদের ঘুম হারাম করে দেব।

প্রসঙ্গত, রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর পরই শিক্ষার্থীরা হল ছেড়ে রাজপথে নেমে আসে এবং বিক্ষোভ করতে থাকে। তারা বিভিন্ন দাবি নিয়ে মিছিল বের করে এবং উপদেষ্টার পদত্যাগের দাবি জানায়।