ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ছিনতাইরোধে মাঠে নামছে পুলিশের বিশেষ ইউনিট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ছিনতাইরোধে তিনটি বিশেষায়িত ইউনিট—র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)—আজ থেকে মাঠে নামবে। এই বিশেষ ইউনিটগুলো একটি প্যাট্রোল প্রোগ্রাম বাস্তবায়ন করবে, যার লক্ষ্য থাকবে ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ করা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, দেশে অপরাধের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাতে এবং দিনে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। পুলিশ এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং এই কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি উন্নতির চেষ্টা করা হবে। যদি এই পদক্ষেপে উন্নতি না হয়, তাহলে অন্য কোনো কৌশল গ্রহণ করা হবে।

এই বিশৃঙ্খল অবস্থার জন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘গতকালও র‍্যাব একজন ছিনতাইকারীকে তার আস্তানা থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চাপাতি-ছুরির পাশাপাশি ৬ লাখ টাকা বান্ডেল করা অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। এরপরই আসলে বলা যাবে।’