আমার জানাজাও পড়ে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:৫৯ পিএম

আমার জানাজাও পড়ে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন পক্ষ থেকে। বিশেষ করে গতকাল রাতে রাজধানী ঢাকা অস্ত্র মহরা ও ছিনতাইসহ কিছু ঘটনায় ওই দাবি আরও জোরালো হয়। রাতে রাজপথেও নেমে বিক্ষোভও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উদ্ভূত পরিস্থিতিতে ওই রাতে সংবাদ সম্মেলনে আসেন এবং পরিস্থিতি উন্নতির বিষয়ে আশ্বস্থ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  কিন্তু গভীর রাতের ওই সম্মেলনকে ঘিরে সমালোচনা আরও বাড়ে।  তার পদত্যাগ ও বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ব্যাপক আলোচনা।

এমন প্রেক্ষাপটে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘পদত্যাগ তো পদত্যাগ, অনেকে আমার জানাজাও পড়ে ফেলেছে।’


আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ৫৩ বছরে কোনো মিডিয়া কখনো তা বলেনি। পরিস্থিতি আগের মতোই রয়েছে, তবে সন্তোষজনক। ছোটখাটো ঘটনা ঘটছে।’

উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রী ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।’

তিনি বলেন, ছোটখাটো ঘটনা সবসময় আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক।


আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘আশ্বস্ত করার জন্যই তো আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং করলাম। তাদের একটি দিকনির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন।’

তিনি বলেন, ‘আজকে সন্ধ্যায় আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস অনেক বেড়ে গেছে।’

এসময় ‘দিনে-রাতে কাজ করছেন’ বোঝাতে গত রাতে আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছিল বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।

এম/আর

Link copied!