ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

শহীদ সেনা দিবসে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ হওয়া সামরিক কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিনটি বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ দিন হিসেবে চিহ্নিত। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা বিদ্রোহের ঘটনায় ৭৪ জন প্রাণ হারান, যার মধ্যে ৫৭ জন সেনা কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদও ছিলেন।

এ বছর প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালন করা হচ্ছে। ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা এবং তাদের লাশ গুম ও পুড়িয়ে ফেলার ঘটনা দেশটির সার্বভৌমত্বের ওপর এক বড় আঘাত হিসেবে বিবেচিত হয়। অন্তর্বর্তী সরকারেরও মূল্যায়ন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও একসঙ্গে এত সেনা কর্মকর্তা হারানোর মতো ঘটনা ঘটেনি।