জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ।
এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ ২৫ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের স্মরণে প্রতিবছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।’
প্রধান উপদেষ্টা শহীদ সেনা কর্মকর্তাদের গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শহীদ পরিবারগুলোর প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান। পাশাপাশি, শহীদ পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে স্বজন হত্যার বিচার প্রার্থনা করছেন উল্লেখ করে বলেন, ‘রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ।’
এছাড়া, তিনি আশা প্রকাশ করেন যে, এই দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হবে এবং জাতি সঠিক পথে পরিচালিত হতে সংকল্পবদ্ধ হবে।
আপনার মতামত লিখুন :