সরকারের চেয়ে রাজপথে আমার ভূমিকা বেশি হবে: নাহিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৩:১৫ পিএম

সরকারের চেয়ে রাজপথে আমার ভূমিকা বেশি হবে: নাহিদ

ছবি: সংগৃহীত

সরকারের চেয়ে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। আমার সহযোদ্ধারাও সেটা চান। এজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। এজন্য সরকারের চেয়ে বাইরে বেশি প্রয়োজন বোধ করেছি বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে এখনো আসিফ মাহমুদ ও মাহফুজ আলম রয়েছেন। তারা পদত্যাগ করবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দুজন এখন আছেন তারাও যখন প্রয়োজন বোধ করবেন, সরকার থেকে বেরিয়ে আসবেন।

তিনি বলেন, নতুন দলে যোগ দেওয়ার অভিপ্রায় আছে। জনগণের সঙ্গে মিশে আবারও জনগণকে নিয়ে কাজ করতে চাই।

নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে আমার জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি। দুটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। কিছু কাজ করেছি, সেই ফলাফল হয়ত জনগণ পাবে। ছয় মাস সময় খুব কম। তবুও চেষ্টা করেছি।

উল্লেখ্য, আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে নাহিদ ইসলামের পদত্যাগের খবর জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আরবি/এসবি

Link copied!