যাত্রীসেবার পাশাপাশি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
মঙ্গলবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) রূপালী বাংলাদেশের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক ও অভ্যান্তরীণ বিমানবন্দরগুলোতে সেবার মানোন্নয়ন ও নিরাপত্তার প্রসঙ্গে টেনে তিনি বলেন, দেশের সব বিমানবন্দরের সার্বিক অবস্থা অতীতের যেকোন সময়ের চেয়ে এখন অনেক ভালো। যাত্রী পরিষেবার মান অনেক বেশি উন্নত করা হয়েছে এবং তা ভবিষ্যতে আরো বাড়বে।
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া আরও বলেন, ১১ আগস্ট চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেবিচককে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে যাত্রী পরিসেবার মানোন্নয়ন ও নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
বেবিচক চেয়ারম্যান হওয়ার আগে তিনি চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।