সাম্প্রতিক সময়ে বড় ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি উল্লেখ করেছেন, বড় অপরাধের সংখ্যা কমলেও ছোটখাটো অপরাধের হার বেড়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি আইনশৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও আগের অবস্থায় ফিরে আসেনি। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। বাহিনীকে পুনর্গঠনের জন্য নতুন নিয়োগ ও প্রশিক্ষণের কাজ চলছে এবং তিনি আশাবাদী যে এর ফলাফল শিগগিরই পাওয়া যাবে।
তিনি আরও বলেন, সম্প্রতি পরিস্থিতি নিয়ে গত পরশু তাদের কোর কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদের নিয়ে, পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। গলিতে টহল বাড়ানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গত এক ঘণ্টায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। প্রতিটি মোড়ে পুলিশের উপস্থিতি এবং টহল গাড়ি ছিল, পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, আশা করি শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বড় ধরনের অপরাধ, যেমন- হত্যা এবং ডাকাতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে ছোট ধরনের অপরাধ, যেমন- ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরভাবে কাজ করছে। আশা করা যায় যে শীঘ্রই সুফল পাওয়া যাবে এবং এসব অপরাধ কমে যাবে।
তিনি বলেন, কোনো সমাজ বা দেশ নেই যেখানে অপরাধ ঘটে না, তবে সেটি নিয়ন্ত্রণে রাখা আমাদের দায়িত্ব। জনগণের মধ্যে আতঙ্ক বা প্যানিক সৃষ্টি হওয়া উচিত নয়, এটি সরকারের কর্তব্য।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আপনার মতামত লিখুন :