ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৯:৫০ এএম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আজ বুধবার দুপুরে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হবে। বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রাতে নতুন ছাত্রসংগঠনের কার্যক্রমে যুক্ত ছাত্রনেতারা একটি বৈঠক করেন।

জানা গেছে, নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।

এছাড়া, নতুন ছাত্রসংগঠনের নেতৃত্বে থাকছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক নেতারা, যাদের কার্যক্রম স্থগিত হয়েছিল।