ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সহনীয় হচ্ছে ঢাকা-সিলেট রুটের বিমানের ভাড়া

সিলেট ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৭:১৫ পিএম
ফাইল ছবি

ঢাকা-সিলেট অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিটের দাম নিয়ে সমালোচনার শেষ নেই। এক বছর আগের ২৭ শ টাকার ভাড়া এখন ক্ষেত্র বিশেষে ১২০০০ টাকা নেয়া হচ্ছে। এটি ইকোনমিক জোনের ভাড়া। বিজনেস ক্লাসের ভাড়া আরও বেশি। এই ভাড়া কমিয়ে আনতে দীর্ঘদিনের দাবি প্রবাসীসহ সিলেটবাসীর। কিন্তু বেসামরিক বিমান কতৃপক্ষ সেদিকে নজর দেয়নি। 

কিছুদিন আগে যখন ভাড়া বাড়ানো হয়, তখন নানা জায়গা থেকে কমানোর দাবি উঠে। সেসময় কর্তৃপক্ষ আশ্বাসও দেয়। প্রতিশ্রতি দেয়া হয়েছিল দাম কমানোর। তবে সেই আশ্বাস থেকে গেছে আশ্বাসেই। সিলেটবাসী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন। 

তাই তারা নতুন যেকোনো আশ্বাসেও আর ভরসা রাখছেন না। চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তারা চান যেকোনো উপায়ে দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা। আর এ লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। 

এমনটিই জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বলেছেন, বিমান ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা চলছে। সিলেটের মানুষের কথা চিন্তা করে শীঘ্রই টিকিটের দাম সহনীয় করা হবে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

বেবিচকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স-নামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব নিরাপত্তা সংস্থা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিকিউরিটি ফোর্স গঠনেরও কাজ চলছে। প্রায় ১০ হাজার জনবলের একটি প্রস্তাবনাও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই জনবলে ৭০ শতাংশ সদস্য বিমান বাহিনী থেকে নেওয়া হবে, বাকি ৩০ শতাংশ অন্যান্য সংস্থা থেকে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া সম্পর্কে বেবিচকের চেয়ারম্যান বলেন, এমন মহড়া দুর্যোগকালীন মুহূর্তে বিমানের যাত্রীদের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আরো কাজ করবে। এই মহড়ায় বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিএনসিসি, ফায়ার সার্ভিস, র‌্যাব, এপিবিএন, বিভিন্ন হাসপাতালসহ বিভিন্ন এয়ারলাইন্স অংশ নিয়েছে। যা পরবর্তীতে সমন্বিতভাবে কাজ করতে সাহায্য করবে।