বনশ্রীর ছিনতাইয়ে দুই’শ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে যা পেল পুলিশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৭:২০ পিএম

বনশ্রীর ছিনতাইয়ে দুই’শ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে যা পেল পুলিশ

ছবি: সংগৃহীত

আলোচিত রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার স্বর্ণ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকারের ঘটনার দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিশ। এসব ফুটেজ বিশ্লেষণে পুলিশ দেখতে পেয়েছে যে ওই ছিনতাইকারীরা নির্বিঘ্নে ঢাকা ছেড়েছেন।

পুলিশ সুত্র জানায়, ফুটেজ বিশ্লেষণে দেখা যায় ভুক্তভোগী ব্যবসায়ীর আত্মচিৎকারে কেউ এগিয়ে আসেননি। আশপাশের ভবন ও সড়কে থাকা বাসিন্ধারা শুধু ভিডিও ও ছবি তুলেছেন।

তাছাড়া গলির গেটও ছিল খোলা।  ফলে বিনা বাধায় গেট পেরিয়ে ছিনতাইকারীরা রামপুরা-বনশ্রীর মূল সড়ক দিয়ে ডেমরা রোড হয়ে ঢাকা ত্যাগ করেন।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ওই ঘটনাস্থলে সাতজনকে দেখা গেছে। তারা পেশাদার ছিনতাইকারী। তবে মামলায় আসামি আটজন। 

 

তাদের ধারণা, ছিনতাইকারীরা আগেই রেকি করেছিল। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তবে সংশ্লিষ্টদের আশা, এ ব্যাপারে দ্রুতই অগ্রগতি হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, ‘চাঞ্চল্যকর এ ঘটনায় ডিবি পুলিশ ছায়া তদন্ত করছে। একাধিক টিম কাজ করছে। আশা করি, শিগগিরই সুখবর জানতে পারবেন।’

প্রসঙ্গত, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকে ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ-ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ওই ঘটনার একটি ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা তৈরি হয়। ওই ঘটনার পরপরই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।

এম/আর

Link copied!