আজ ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি। আগামী ১ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা শুরু হওয়ার পর থেকে এই শীর্ষ কর্মকর্তা বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছেন।
এবারের সফরে ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিনি কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থান পরিদর্শন করার জন্য সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন। সাবেক কূটনীতিকদের মতে, রোহিঙ্গা ইস্যুতে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে।