গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:৩৫ পিএম

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক বাংলাদেশে বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি। এসময় ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়া প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আরবি/এফআই

Link copied!