রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যানবাহনসহ মার্কেট কেন্দ্রিক জনসাধারণের চলাচল বৃদ্ধি পাবে, যার ফলে যানজটের সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলা করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবার রমজান মাসে সড়কে নতুন করে কোনো খোঁড়াখুঁড়ি বা ইউটিলিটি কাজ না করার অনুরোধ জানিয়েছেন।
ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে সাধারণত অধিকাংশ মানুষ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার পূর্বেই কাজকর্ম শেষ করে বাসায় ফিরতে চেষ্টা করেন। ফলে সড়কে যানবাহনের চাপ বাড়তে পারে। তবে, বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক খোঁড়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা জনভোগান্তি বাড়িয়ে দেয়।
এছাড়া, আগামী ২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হতে পারে, এবং এই সময় সড়কদ্বারে যানজটের ফলে কর্মস্থল, হাসপাতাল এবং মার্কেটে পৌঁছাতে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। এই কারণে ডিএমপি বিশেষভাবে অনুরোধ করেছে, রমজান মাসে ঢাকা মহানগরীতে নতুন করে সড়ক খোঁড়াখুঁড়ি বা ইউটিলিটি সংক্রান্ত কাজ না করার জন্য।
ডিএমপির পক্ষ থেকে সকল সংশ্লিষ্ট সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে করে রমজান মাসে নগরবাসীর জনভোগান্তি হ্রাস করা যায়।