বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বাসস’র জহিরুল হক রানাকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নাসির আল মামুন (দৈনিক আজকাল), শাহ মোহাম্মদ মনোয়ার জাহান কবীর (দিনকাল), শফিকুল ইসলাম শামীম (ইনকিলাব) ও গাযী আনোয়ার (নিউ নেশন)।
যুগ্ম সম্পাদক হয়েছেন মেহ্দী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন), শহিদুল ইসলাম রানা (বাসস), মিজানুর রহমান (মিজান রহমান) প্রতিদিনের সংবাদ ও জাওহার ইকবাল খান (বাংলাদেশর আলো)।
এছাড়াও কোষাধ্যক্ষ জাকির হোসেন (আজকের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম (সম বাংলা), সহ-সাংগঠনিক সম্পাদক রফিক মৃধা (দিনকাল), দপ্তর সম্পাদক মিজান শাহজাহান (এটিএন বাংলা), প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (এটিএন নিউজ), নারী সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি (ভোরের কাগজ), ক্রীড়া সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল (নিউজ টুডে), সাংস্কৃতিক সম্পাদক এইচএম আল আমীন (পর্যবেক্ষণ), তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শামীম হাওলাদার (নয়া দিগন্ত) এবং সহ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ (ঢাকা প্রতিদিন)।
নির্বাহী সদস্যরা হলেন- আবদুস সালাম হাওলাদার বাচ্চু (বাংলাদেশ টুডে), রেজাউল করীম বাবুল (সরাসরি), রফিক উল্লাহ সরকার (ডেইলী স্টেট), রফিকুল ইসলাম সুজন (যুগবার্তা), শাহ আলম ডাকুয়া (নতুন সংবাদ), মাসুম বিল্লাহ (দিগন্ত টেলিভশিন), মাসুম মিজান (সময়), জিলানী মিল্টন (নয়া দিগন্ত), কামরুল ইসলাম (সমকাল), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), মাহমুদা ডলি (আমার দেশ), তাপসী রাবেয়া আঁখি (দেশ রূপান্তর), মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি), সাইরাস মাহমুদ (জিটিভি), মিজানুর রহমান সবুজ (বাংলাভিশন), বশির হোসেন খান (জনবাণী), মহসিন স্বপন (মুক্ত খবর), জিনিয়া কবির সূচনা (চ্যানেল ২৪), ফররুখ বাবু (বাংলাভিশন), শাকিল আহমেদ (সময়ের আলো), মো. জিয়াউর রহমান (নতুন কাগজ), এইচ আর শফিক (সকালের সংবাদ) ও মেহেদী হাসান (রূপছায়া)।
সভায় সভাপতিত্ব করেন জহিরুল হক রানা। সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল।