ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫

নতুন রাজনৈতিক দলে পদ পেয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ১২:৪০ এএম

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ পার্টির আত্মপ্রকাশ ঘটে।

দলটিতে আহ্বায়ক কমিটির শীর্ষ আট পদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে থাকবেন আব্দুল হান্নান মাসউদ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকবেন ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের সূত্রে এসব তথ্য জানা যায়।

তাসনিম জারা বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের হাতে কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে স্বাস্থ্য ও শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না।

এই অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শিগগিরই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে তাসনিম জারা বলেন, আজকে আমরা শুধু একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটি নতুন রাজনৈতিক পথচলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা, স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানোর, জনগণের কথা বলার।