দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহের মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ‘সিরাতে মুস্তাকিম পরিষদের’ ব্যানারে এ হামলা চালানো হয়। তারা মাজারে ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মারমুখী হওয়ায় রাত ৯টা পর্যন্ত মাজার এলাকায় পুলিশ প্রশাসন উপস্থিত হতে পারেনি।
জানতে চাইলে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক রাত সোয়া ৯টার দিকে বলেন, বিক্ষুব্ধ জনতা মাজারে অবস্থান নিয়ে ভাঙচুর চালাচ্ছে। তাদের সংখ্যা বেশি হওয়ায় নিরাপত্তাজনিত কারণে পুলিশ যেতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে পীর রহিম শাহ ভাণ্ডারীর মাজারে প্রতিবছর ২ থেকে ৪ মার্চ বার্ষিক ওরস হয়। এবারও রোববার থেকে ওরস আয়োজনের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ। তবে ওরসের নামে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শুক্রবার বিকেলে সিরাতে মুস্তাকিম পরিষদ লাঠি মিছিল বের করে। মিছিল থেকে এক পর্যায়ে মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :