ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক কার্যক্রম পরিচালনা করছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

শনিবার (১ মার্চ) হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যশোরের পুলারহাটে এ সেবার উদ্বোধন করা হয়। ইমপ্রেস এভিয়েশন দ্বারা পরিচালত আদ-দ্বীন ফাইন্ডেশন তত্ত্বাবধানে খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে এই পরিষেবা চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সৈয়দপুরসহ অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, এভিয়েশন খাতের উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একইসঙ্গে বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে।

মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশন যে বিনামূল্যে রোগী পরিবহন সেবা চালু করেছে, তা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশন এই সেবা চালু করেছে, যা মানবতার সেবায় এক বড় অগ্রগতি।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এই উদ্যোগ শুধু একটি সেবা নয়, এটি মানবতার এক অনন্য নিদর্শন। আইনের মধ্যে ভবিষ্যতে কোনও প্রতিষ্ঠান এমন মহৎ উদ্যোগ গ্রহণ করলে আমাদের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (এটিএম), সদস্য (অর্থ), সদস্য (এফএসআর), আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর, আদ-দ্বীন ফাউন্ডেশন-এর ইউরোলজি অ্যান্ড অ্যাডভাইসর-এর হেড, আদ-দ্বীন ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান, যশোরের ডিসি, ঢাকা কাস্টমস হাউজের কমিশনার, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরটির নির্বাহী ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য অতিথিবৃন্দ।