রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ফোন, সিমকার্ড, অবৈধ প্রসাধনী ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনবহির্ভূত কার্যকলাপ দমনে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৫ পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ, র্যাব ও থানা পুলিশ অংশ নেয়।
মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, কামরাঙ্গীরচর, গণকটুলী, চকবাজার, সোয়ারিঘাট, মোহাম্মদপুর, শেখেরটেক, আদাবর, হাতিরঝিল, রায়ের বাজার, খিলক্ষেত, কাফরুল, ভাষানটেক, ইসিবি চত্বর, উত্তরা, আবদুল্লাপুর, দক্ষিণখান ও নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনগত কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এ ছাড়া, সন্দেহজনক কোনো কার্যকলাপ সম্পর্কে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :