ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি মেশিন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০২:১০ পিএম
ছবিঃ সংগৃহীত

এখন থেকে দেশের সকল মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন বসানো বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভ্যাট আদায় স্বচ্ছ ও সঠিকভাবে করা যায়।

কেন এই সিদ্ধান্ত?

অনেক হোটেল-রেস্তোরাঁ নিয়মিত ভ্যাট নিলেও সরকারকে পুরো টাকা দেয় না। সচেতন ভোক্তাদের অভিযোগ ছিল, মহাসড়কের অনেক ব্যবসায়ী ইলেকট্রনিক ভ্যাট চালান (ই-ভ্যাট) ইস্যু করে না, ফলে সরকারের কোষাগারে ঠিকমতো রাজস্ব জমা পড়ে না। এ সমস্যা দূর করতেই এনবিআর এই পদক্ষেপ নিয়েছে।

কী হবে এখন?

  • মহাসড়কের সব হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বা এসডিসি মেশিন বসাতে হবে।
  • এতে স্বয়ংক্রিয়ভাবে বিক্রির তথ্য সংরক্ষণ হবে, এবং ভ্যাট ফাঁকি দেওয়া সম্ভব হবে না।
  • ভোক্তারা সঠিক পরিমাণ ভ্যাট দিচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

ব্যবসায়ীদের জন্য সরকারি নির্দেশনা

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন, যাতে সব ব্যবসায়ী দ্রুত এসব মেশিন বসিয়ে নেয়। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

 আশাযাচ্ছে এতে করে সরকারের রাজস্ব আয় ড়ার সাে সাথে ভোক্তাদের ভ্যাট সংক্রান্ত অভিযোগও কমবে।