রিকশাচালককে নির্মমভাবে জুতাপেটা করেন সমাজসেবা কর্মকর্তা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৭:১৩ পিএম

রিকশাচালককে নির্মমভাবে জুতাপেটা করেন সমাজসেবা কর্মকর্তা

ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ভাইরাল হবার পর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার। গত শনিবার (১ মার্চ) এক চিঠিতে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজকে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক স্যারের নজরেও এসেছে। তিনি এ বিষয়ে তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।’

এর আগে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সমাজসেবা কর্মকর্তার কোয়ার্টারের সামনে জাহিদ হাসান রাসেল এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটান। পরে প্রাইভেটকারের ব্যাকডালা থেকে লাঠি বের করে রিকশাচালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন । এ ছাড়া অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে। রিকশাচালককে মারধরের এই ঘটনা গত পহেলা ফেব্রুয়ারি দুপুর ১টা ৩৩ মিনিটে ঘটেছে বলে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে।

জানা গেছে, সম্প্রতি ওই ভিডিও ছড়িয়ে পড়লে রোববার (২ মার্চ) অফিসে যাননি সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। সোমবার (৩ মার্চ) পর্যন্ত দুদিন ছুটি নিয়েছেন তিনি। এদিকে রোববার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এমন ঘটনা কি আর কারও জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি। কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল?’ ওই ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরা খাতুন বলেন, ‘ভিডিওটা আমরা দেখেছি। কিন্তু এ ব্যাপারে কোনো অভিযোগকারী পাচ্ছি না। লিখিত অভিযোগ ছাড়া ব্যবস্থা নিতে পারছি না।’ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, ‘আপনি যেমন দেখেছেন, আমরাও ভিডিওটি দেখেছি। বিষয়টি আমাদের হায়ার অথরিটি জানে। এ ব্যাপারে তারাই হয়তো ব্যবস্থা গ্রহণ করবে। এর বাইরে বেশি কিছু আমি বলতে পারছি না।’

আরবি/এস

Link copied!