প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত রমজানের তুলনায় এই রমজানে নিত্যপণ্যের দাম অনেক কম। তিনি আরও জানান, এবারের ইফতার বাজারের দামও ভালোভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে বনানীতে গ্র্যান্ড ইফতার বাজারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব উল্লেখ করেন, সাধারণ মানুষের জন্য বাজার পরিস্থিতি সাশ্রয়ী রাখতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর সংস্কার বাস্তবায়ন করতে পারলে দেশের অর্থনীতি উন্নতি করবে এবং বিপুল পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি আরও যোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ধরনের সংস্কার প্রবর্তনে কাজ করছে।