ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

বাস থেকে ফেলে অটোচালককে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে অটোরিকশা চালক রিটন মিয়াকে হত্যার অভিযোগে স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই অবরোধ শুরু হয়, যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত সোমবার রাতে তাকওয়া পরিবহনের একটি বাসের হেলপারের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় রিটন মিয়ার। বাগবিতণ্ডার একপর্যায়ে বাসের হেলপার তাকে ধাক্কা দিলে রিটন বাস থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রিটন মিয়া গাজীপুর সদরের শিরির চালা গ্রামের দুলাল মিয়ার ছেলে ছিলেন।

নিহতের স্বজন ও সহকর্মীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপদে যান চলাচলের দাবি জানিয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, অবরোধকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।