ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

ক্রেডিট ফি কমানোর দাবিতে অবস্থান কর্মসূচী হাবিপ্রবি শিক্ষার্থীদের

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৭:০১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ক্রেডিট ফি কমানোর দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

জানা যায়, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসার জন্য ক্রেডিট প্রতি ১৫০ টাকা করে ফি দিতে হয় হাবিপ্রবি শিক্ষার্থীদের। ক্রেডিট ফির সাথে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক অন্যান্য ফি। বিশ্ববিদ্যালয়টিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং কমনরুম না থাকলেও প্রতি সেমিস্টারে ছাত্র সংসদ বাবদ একশত টাকা এবং কমনরুম বাবদ পচাত্তর টাকা করে নেয়া প্রতি শিক্ষার্থী থেকে। ক্রেডিট ফির সাথে আনুষঙ্গিক অন্যান্য ফি যুক্ত হয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসতে প্রতিজন শিক্ষার্থীকে গুনতে হয় প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। 

যা বেশিরভাগ শিক্ষার্থীর পক্ষেই বহন করা কষ্টসাধ্য বলে মনে করে শিক্ষার্থীরা। এমন অবস্থায় বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বর্তমান প্রশাসনের কাছেও বারবার ক্রেডিট ফি কমানোসহ অযাচিত ফি বাদ দেয়ার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। কিন্তু প্রতিবারই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট ফি কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারই প্রেক্ষিতে মঙ্গলবার (৪/০৩/২৫ খ্রিঃ) আবারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার জিহাদ বলেন, অনেক আগে থেকেই আমরা ১৫০ টাকা ক্রেডিট ফি কমানোর দাবি জানিয়ে আসছি। কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এতো টাকা ক্রেডিট ফি থাকতে পারেনা। 

ক্রেডিট ফির সাথে অনেক অযাচিত ফি নেয়া হয়। এখানে কোন ছাত্রসংসদ নেই কিন্তু তারপরও ছাত্রসংসদ ফি নেয়া হয়। এসব বন্ধ করতে হবে এবং ক্রেডিট ফি কমাতে হবে। প্রশাসনের কাছ থেকে আমরা নির্দিষ্ট ডেডলাইন চাই এসব দাবি বাস্তবায়ন করার। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

এসময় উপস্থিত ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা কর্মসূচিস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং আগামী সপ্তাহেই যৌক্তিক সমাধানের বিষয়ে আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা ধরে চলমান অবস্থান কর্মসূচী স্থগিত করে স্থান ত্যাগ করেন শিক্ষার্থীরা।