ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

আগামী নির্বাচনের জন্য দোয়া চাইলেন আ.লীগের শাজাহান খান

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং আগামী নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারেন সে জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, কারাগারে থাকায় সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত হাসি-খুশি থাকতে চান।

বুধবার (৫ মার্চ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে আদালতে তোলার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বললে তিনি দোয়া চেয়ে বলেন, “দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি, এ বিষয়গুলো নিয়ে দোয়া করবা।”

এ সময় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন, আপনি কী বলবেন? উত্তরে শাজাহান খান বলেন, “আমরা বারোটা বাজিয়েছি না, কারা বারোটা বাজিয়েছে, সেটা সামনে প্রমাণিত হবে।”

পরে, ১০টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় এবং আদালত একে একে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।