রোজায় সিএনজি ফিলিং স্টেশন সাময়িক বন্ধের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৩:৩৯ পিএম

রোজায় সিএনজি ফিলিং স্টেশন সাময়িক বন্ধের নির্দেশনা

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে দুপুর আড়াইটা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, রমজান মাসে বেলা ২.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরবি/এসএমএ

Link copied!