ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার সাথে সম্পর্কিত চারটি মামলা রয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার সাথে সম্পর্কিত চারটি মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।