আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব সরকার গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৯:০৫ এএম

আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব সরকার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী।

মজিদ আলী বলেন, রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।

জানা গেছে, আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে ছাত্র-আন্দোলনে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।

আরবি/এফআই

Link copied!