ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় সহকারী প্রক্টর রফিকুল ইসলামকে আহ্বায়ক রেখে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার অভিযুক্ত মোস্তফা আসিফ অর্নব চাকরি থেকে অব্যাহতিতে থাকবেন বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়ে তিনি বলেন, তিন সদস্যের এ তদন্ত কমিটিতে আরও রয়েছেন- সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান। আশা করছি তারা দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘তদন্ত কমিটি প্রথমে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে। ভুক্তভোগী, অভিযুক্ত সবার সঙ্গে কথা বলবে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করতে যা যা করা ললাগবে তারা তা করবে। পরে তদন্ত প্রতিবেদন পেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্তের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে তদন্তকালীন সময়ে অভিযুক্ত মোস্তফা আসিফ চাকরিতে থাকতে পারবে না।’
এ বিষয়ে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেছেন, যাবতীয় ঘটনার বিশ্লেষণ করা শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :