যশোর শহরের বকচর করিম পেট্রল পাম্প এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি ভয়াবহ হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে, যেখানে এক যুবক তার খালুর দুই চোখ উপড়ে ফেলে পালিয়ে যায়।
হামলার শিকার শহিদুল ইসলাম (৬০) ওই এলাকার বাসিন্দা। তাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী সাদ্দাম হোসেন (৩০) পেশায় ট্রাকচালক এবং সে মাদকাসক্ত বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শহিদুল ইসলাম কৃষিকাজ করতেন এবং তার প্রতিবেশী তৌহিদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তাদের মতে, তৌহিদের উসকানিতে সাদ্দাম এই বর্বরোচিত হামলা চালিয়েছে।
শহিদুলের মেয়ে মারুফা অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের কারণে তার বাবাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল। তার বিশ্বাস, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, এবং তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।