ঈদে আবাসিক এলাকা ও শপিংমলগুলোর নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা পুলিশের সহযোগী ‘অক্সিলিয়ারি ফোর্স’ হিসেবে কাজ করবে।
এক্ষেত্রে তাদের পুলিশের মতো গ্রেপ্তারের অনুমতিও দেয়া হয়েছে।
এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।।
শনিবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেহেতু রাত পর্যন্ত শপিং সেন্টারগুলো খোলা থাকবে এবং আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। মেট্রোপলিটন পুলিশের আইনবলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। আমি সেই মোতাবেক অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে নিয়োগ দিচ্ছি।’
এক প্রশ্নে তিনি বলেন, ‘উনি যখন পুলিশ কমিশনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন, তিনি সিম্পলি পুলিশ অফিসার। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে, উনি একই দায়িত্ব পালন করবে। উনি যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা বা সক্ষমতা প্রাপ্ত হবেন।’
তিনি আরও বলেন, ‘একটা বসুন্ধরা শপিংমল, এখানে হয়তো ৫০ জন আছে। উনাদেরতো একজন নেতা আছে। আমরা উনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব।’
‘মব জাস্টিস’ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘কারও বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে। আইন হাতে তুলে নেয়াদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’
এসময় ঈদে বাড়ি যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে খেয়াল রাখার অনুরোধও করেন তিনি।
আপনার মতামত লিখুন :