ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

মাগুরায় নির্যাতনের শিকার শিশুকে সিএমএইচে স্থানান্তর

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সেখানে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘শিশুটির অবস্থা প্রথম থেকেই সংকটাপন্ন ছিল। এখানে চিকিৎসা চলছিল, তবে অতিরিক্ত অ্যাটেনডেন্টদের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্টরা বারবার চিকিৎসকদের কাজে বিঘ্ন ঘটাচ্ছিলেন। সবদিক বিবেচনা করেই শিশুটিকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।’

এর আগে শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান তার মামা। তিনি বলেন, ‘রাত ৯টার দিকে চিকিৎসকেরা ডেকে জানায়, শিশুটির অবস্থার অবনতি হয়েছে এবং লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজন। এতে আমাদের সম্মতি নিতে বলা হয়, আমরা রাজি হই।’

প্রসঙ্গত, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন।

ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে, শিশুটির গলায় একটা দাগ আছে। মনে হচ্ছে, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। তার যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়েছে।