রমজানের সপ্তম দিন। শনিবার (৮ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন হলেও বিকেল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রাপথে ভোগান্তি পোহাত হয়েছে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর ধানমন্ডি, আসাদগেট, সায়েন্সল্যাব, নিউমার্কেট, গ্রিন রোড, পান্থপথ, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কে যানবাহনের চাপ দেখা গেছে বিজয় সরণি, সাতরাস্তা ও মহাখালীর দিকেও।
এ সময় সড়কে যানবাহনের চাপ থাকায় ঘরে ফেরা মানুষের পথে দীর্ঘ সময় পথেই কেটে যাচ্ছে। ইফতারির আগে বাসায় পৌঁছাতে সড়কের ভোগান্তি এড়াতে অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন।
ধানমন্ডি ৩২ পার হয়ে পান্থপথ সড়কে ঢুকে দীর্ঘ জ্যামে আটকে আছে আল-আমিনের রিকশাটি। আধা ঘণ্টা পার হলেও রিকশার চাকা ঘুরছে না বলে জানান ওই তিনি। এদিকে রিকশায় থাকা যাত্রী আঁখি আক্তার বসে বসে বিরক্তি প্রকাশ করছেন। তিনি বলেন, সঙ্গে বাচ্চা না থাকলে হেঁটে কারওয়ানবাজার চলে যেতাম।
পাঠাও চালক শাজাহান মিয়া বলেন, আমি হাতিরঝিল হয়ে ফার্মগেট দিয়ে আসাদগেট আসলাম। এটুকু পথ অন্যদিন কম সময় লাগলেও আজ সময় লেগেছে অনেক বেশি। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের এক সহকারী পুলিশ কমিশনার জানান, ছুটির দিন হলেও সড়কে যানবাহনের চাপ আছে। কোনো একটি চাকরির পরীক্ষা ছিল, সে জন্য মানুষ যাতায়াত বেশি। এ ছাড়া মার্কেটকেন্দ্রিক গাড়ির চাপ বেশি। বিশেষ করে বসুন্ধরা শপিংমলের দিকে প্রচুর গাড়ির ভিড়। ফলে বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, ইফতারির পর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সদস্যরা কাজ করছেন।
আপনার মতামত লিখুন :