বাংলাদেশ বর্তমানে একটি তথ্য যুদ্ধের সম্মুখীন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।
যার বড় অংশটি ভারত থেকে চালানো হচ্ছে বলেও তার অভিমত।
শনিবার (৮ মার্চ) ঢাকায় এক বিশেষ সংলাপে অংশ নিয়ে মার্কিন এই কূটনীতিক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের ক্ষেত্রে যে নীতি অনসরণ করছে, তা ভারতের স্বার্থের জন্য অনুকূল নয়।’
তিনি আরও বলেন, ‘কিছু গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে সেন্ট মার্টিন দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম সম্পর্কিত বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।’
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এই সংলাপ আয়োজন করে। সংলাপের মূল বিষয় ছিল- গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক।
এতে জন এফ ড্যানিলোভিচের সাথে আরও যোগ দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম।
তাদের আলোচনায় উঠে আসে বাংলাদেশের ভবিষ্যেতের প্রসঙ্গ। এমনকি গুজব মোকাবেলায় বাংলাদেশ পিছিয়ে আছে বলে মত দেন তারা।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলাম বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে আমেরিকান জনগণকে সচেতন করার জন্য তার সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী, রাজনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
আপনার মতামত লিখুন :