ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫

বাল্যবিবাহে শীর্ষে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:০৭ এএম
প্রতীকি ছবি

বাংলাদেশে ১৮ বছরের আগে ৫১ শতাংশের বেশি মেয়ের বিয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে এশিয়া মহাদেশের মধ্যে বাল্যবিবাহের  দিক থেকে শীর্ষে অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের তালিকার দিক থেকে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর হওয়ার আগে। ২৪ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান জন্ম দেয়। এছাড়া ১৫-১৯ বছর বয়সী কিশোরী-তরুণী মেয়েদের ২৮ শতাংশ আগের ১২ মাসের মধ্যে তাদের সঙ্গীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছে। মাত্র ৪৭ শতাংশ জেনেবুঝে প্রজনন স্বাস্থ্য-সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে বিশ্বের যে সাতটি দেশে কিশোরী মেয়ে ও তরুণ নারীদের ডিজিটাল দক্ষতার হার ২ শতাংশ বা তারও কম তার মধ্যে রয়েছে বাংলাদেশ।