ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

তালিকা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীদের

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় দেশব্যাপী নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই তালিকা তৈরির উদ্দেশ্য হলো- সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকদের গতিবিধি, রাজনৈতিক সক্রিয়তা, সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

পুলিশ কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপ কোনো ধরনের হামলা বা হয়রানি করার উদ্দেশ্যে নেয়া হয়নি, বরং এটি রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, তাদের লক্ষ্য হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এমন নেতাকর্মীদের নজরদারিতে রাখা।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের থানায় ফ্যাক্স ও ই-মেইলের মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়েছে। প্রতিটি থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে, তারা থানা বা উপজেলা পর্যায়ের ছাত্রলীগ নেতাদের তথ্য সংগ্রহ করবে। এই তথ্যের মধ্যে নাম, পরিচয়, জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর (যদি থাকে), রাজনৈতিক পরিচয়, সংগঠনে অবস্থান, অতীত এবং বর্তমান কার্যক্রমের বিবরণ ও কোনো মামলা থাকলে তার তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমন গোপন তথ্য রয়েছে। ফলে, তাদের গতিবিধি নজরদারিতে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, “রাষ্ট্রের জন্য যারা হুমকি হতে পারে, তাদের তালিকা করা এবং ব্যবস্থা নেয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং আইন অনুসারে নিষিদ্ধ সংগঠনের জন্য প্রযোজ্য।”

এই পদক্ষেপটি মূলত দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে নেওয়া হচ্ছে, তবে তা যেন কোনো ধরনের হয়রানি বা রাজনৈতিক দমন-পীড়নের অংশ না হয়ে থাকে, সে ব্যাপারে পুলিশ সতর্ক।