সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড়

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৪:৩০ পিএম

সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড়

ছবি: সংগৃহীত

ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং জড়িতদের কঠোর শাস্তির দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ। দফায় দফায় বিক্ষোভ মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে, সাভারে এবং রাজশাহীতে মহাসড়ক অবরোধ করেছে শিকার্থীরা।  এসময় দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবি জানায় তারা।

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় নারীর স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা চায় তারা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল হয় কার্জন হলের সামনেও।

এদিকে, মাগুরায় শিশু ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময় ঢাকা - আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

এদিকে, দুপুর থেকে বিক্ষোভ মিছিলে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা-রাজশাহী মহাড়ক অবরোধ করেন।

এর আগে শনিবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কার্যে জড়ো হন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেন। ধর্ষকের ফাঁসি দাবি করে, দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।  এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাগুরার নির্যাতিত শিশুটির সব ছবি সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রূপালী বাংলাদেশ

Link copied!