নতুন দল নিবন্ধনে কাল গণবিজ্ঞপ্তি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৬:৫০ পিএম

নতুন দল নিবন্ধনে কাল গণবিজ্ঞপ্তি

ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে যেসব নতুন রাজনৈতিক দল অংশ নিতে চায় তাদের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

গণবিজ্ঞপ্তিটি আগামীকাল সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

 

রোববার (৯ মার্চ) অতিরিক্ত সচিব বলেন, ‘নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।’

৫৪টি রাজনৈতিক দল বর্তমানে ইসির নিবন্ধন রয়েছে। এখন নতুন নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এই সংখ্যা বৃদ্ধি পাবে।

আরবি/ফিজ

Link copied!