গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:৩৪ পিএম

গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

ছবি: রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় মহাসড়কের পাশে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গলায় অস্ত্র ঠেকিয়ে ২০ ভরি অলংকার, নগদ ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৯ মার্চ) ভোরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, এলাকার আব্দুল কাইয়ুমের বাড়িতে ভোর রাতে ৫-৬ জন ডাকাত দরজার তালা ভেঙে ঘরে ঢুকে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের বাক্স, আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ২০ ভড়ি অলংকার ও নগদ ১৭ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘণ্টা ডাকাতরা এ লুটপাট চালায়।

এ বিষয়ে বাড়ির মালিক আব্দুল কাইয়ুম বলেন, ভোরের দিকে দুজন লোক ছুরি নিয়ে আমার গলা আটকে ধরে। এ সময় আমি কোনোকিছুই করতে পারিনি। আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ ও জমির দলিল নিয়ে গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

কামরুন্নাহার পলি বলেন, আমার গলায় ছুরি ঠেকিয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে ডাকাত চক্র। আমাদের আর কিছু নেই। আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম তাদের বাড়ি পরিদর্শন করেছে। অভিযোগ দিলেই পেয়েছি। তদন্ত করে ডাকাতদের ধরার অভিযান চলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!