ঈদের আগেই বাড়ছে ট্রেনের ভাড়া, কোন রুটে কত?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১০:২৭ এএম

ঈদের আগেই বাড়ছে ট্রেনের ভাড়া, কোন রুটে কত?

ছবি: সংগৃহীত

নবনির্মিত যমুনা রেলসেতু এখন ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন চলবে। তবে ওইদিন থেকেই এই সেতু দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। তিনি বলেন, “যমুনা রেলসেতু আগামী ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে। ওই দিন থেকে পূর্ণমাত্রায় (ফুল ফেজে) ট্রেন চলাচল শুরু হবে এবং এই রুটে ট্রেনের ভাড়া বাড়ানো হবে। যেমন— ঢাকা থেকে রাজশাহীর যে ভাড়া ৪০৫ টাকা ছিল, সেটি হবে ৪৫০ টাকা। যে ট্রেনগুলো এই সেতু অতিক্রম করবে, সেগুলোর ভাড়া বাড়বে। ঈদের আগে ভাড়া বাড়ানোর বিষয়টি খুবই স্বাভাবিক এবং সিস্টেম অনুযায়ীই ভাড়া বাড়ানো হচ্ছে।”

ট্রেনের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা গেছে, ১৮ মার্চ ঢাকা থেকে রাজশাহী যেতে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪০৫ টাকা, সিগ্ধা (এসি চেয়ার) শ্রেণির ভাড়া ৭৭১ টাকা এবং এসি সিট শ্রেণির ভাড়া ৯২৬ টাকা দেখাচ্ছে।

তবে ১৯ মার্চ থেকে একই ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া দেখাচ্ছে ৪৫০ টাকা, সিগ্ধা (এসি চেয়ার) শ্রেণির ভাড়া ৮৬৩ টাকা এবং এসি সিট শ্রেণির ভাড়া ১০৩৫ টাকা।

আরবি/এফআই

Link copied!