আওয়ামী লীগের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এবং তার স্ত্রী ফৌজিয়া ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে কমিশনের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, তাজুল ইসলামের বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তিনি ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন, যা তার আয়কর নথির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এছাড়া, ৩৫টি ব্যাংক হিসাবে ৭৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৪৩৯ টাকা জমা ও ৬৬ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৬৭৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন।
তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযুক্ত করা হয়েছে।
মামলা তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।