ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ধর্ষণে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী নারী, সন্তান প্রসবেই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৬:৩৯ পিএম
ছবিঃ সংগৃহিত

চাঁদপুরের কচুয়ায় ২০২৪ সালের জুলাই মাসে ধর্ষণের শিকার হয় ফাতেমা আক্তার (৪২) নামের এক বাকপ্রতিবন্ধী নারী। এ ঘটনার পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই সন্তান প্রসবের সময় তিনি মারা যান।  তবে নবজাতক শিশুটি জীবিত আছে। 

রোববার (৯ মার্চ) সকালে উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান প্রদিপকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মারা যাওয়া ওই বাকপ্রতিবন্ধী নারী বড় ভাই শেখ ফরিদ জানান, গত বছর সালের জুলাই মাসে মেহেদী হাসান তার বাড়িতে বোনকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে তার আমার বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় ফাতেমার ভাই শেখ ফরিদ বাদী হয়ে কচুয়া থানায় (৩ মার্চ) নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ মেহেদী হাসান গ্রেপ্তার করে আদালতের পাঠায়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, মামলা দায়ের পর অভিযুক্ত মেহেদী হাসান নামে একজনকে গ্রেপ্তার করে আদালত পাঠানো হয়।