চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৭:২৪ পিএম

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবিঃ সংগৃহিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চকোলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ইমরান হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ১১ দিন পর সোমবার (১০ মার্চ) সেই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি সামনে আসে। তাকে এখন জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি হরিণাকুণ্ডুর পোলতাডাঙ্গা গ্রামের রাজমিস্ত্রি ইমরান হোসেন স্থানীয় একটি ভুট্টাক্ষেতে শিশুটিকে ধর্ষণ করেন।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, ‘ইমরান ওই শিশুকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ভুটাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় মামলা করেছেন।

ওসি আরো বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আরবি/জেডি

Link copied!