রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নারী পোশাকশ্রমি নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটির একটি সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বানানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়কে যান চলাচল সীমিত। পথচারীরা রাস্তা পার হচ্ছেন। এসময় হঠাৎ একটি ট্র্যাক দু’জন নারী পথচারীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর জন গুরুতর আহত হন।
এ দুর্ঘটনার পর গার্মেন্টস শ্রমিকরা বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে বনানী, মহাখালী, গুলশান, কাকলি, এয়ারপোর্ট রোড, সাতরাস্তা ও প্রগতি সরণিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল থেকে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
দুপুরের পর থেকে গার্মেন্টস শ্রমিকরা নিহত শ্রমিকের মরদেহ নিয়ে বনানীতে মিছিল করেন। তাদের সঙ্গে যুক্ত হন করাইল বস্তির লোকজনও।
এদিকে রাজধানীর বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আজ সকালে ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানটি দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী এই মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো।
এতে আরও বলা হয়, মোটরযানের মালিককে মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও ওই মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :