পূর্বাচলে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন করে এই মামলায় আসামি হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।
সোমবার (১০ মার্চ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, ‘মামলার তদন্তে প্রমাণ পাওয়া গেছে, যার ফলে নতুন করে দুজনকে আসামি করা হয়েছে।,
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্য, যারা রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকা সত্ত্বেও বিশেষ ক্ষমতা প্রয়োগ করে পূর্বাচল প্রকল্প থেকে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন। জানুয়ারি মাসে শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানসহ ১৬ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক।
প্রায় দেড় মাসের তদন্তের পর, ৯ মার্চ অভিযোগপত্র দাখিল করেছে দুদক। অভিযোগপত্রে নতুন করে যুক্ত হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, ‘৬ জনের অনুকূলে ৬০ কাঠা জমি বরাদ্দ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ৬টি মামলার বিষয়ে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।’
এছাড়া, রাজউকের পূর্বাচল প্রকল্পে প্লট না থাকার পরও কীভাবে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়েছে, এ প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, ‘বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে, যেখানে প্রত্যেক আসামির দায় দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হবে।’
এদিকে, এই দুর্নীতির মামলায় আসামি হওয়ার পর ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
আপনার মতামত লিখুন :