মানসিক ভারসাম্যহীন সেজে নারীদের উত্ত্যক্তকারী সেই কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:৩৯ পিএম

মানসিক ভারসাম্যহীন সেজে নারীদের উত্ত্যক্তকারী সেই কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ছবিঃ সংগৃহিত

রাস্তায় নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উক্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামের সেই তরুণকে কন্টেন্ট ক্রিয়েটরকে সোমবার (১০ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারন করে ভিডিও তৈরি করেন। এ সময় রাস্তায় বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করেন থাকেন। পরে এসব ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

তিনি ভিডিওতে বলেন, হিজাব না পরলে ধর্ষিত হবেন। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে, যাতে তিনি দুই মেয়েকে হিন্দু ধর্মের বলেও কটাক্ষ করেন। তার ওই ভিডিওতে দুই কিশোরীকে উদ্দেশ্য করে হিজাব বা বোরকা পরার কথা বলেন। তার এমন অশালীন ও আপত্তিকর বক্তব্য সমাজের শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ‍্যে বিরোধ সৃস্টির অপচেষ্টা।

এসব ভিডিও দ্বারা একই সাথে সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর ম্যাসেজ ছড়িয়ে দিচ্ছেন তিনি। এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। তার এ ধরনের কাজ সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।

এই অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

আরবি/জেডি

Link copied!